📢 আসসালামু আলাইকুম!
🎯 আপনারা যারা Flutter Development শিখতেছেন শুধু তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করলাম। সম্পূর্ণ পোস্টটি পড়লে উপকৃত হবেন ইনশা আল্লাহ!
Flutter শেখার জন্য অবশ্যই আপনাকে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে আর সেটি হচ্ছে Dart Programming Language। আমরা প্রথমতো Dart Programming সেখার জন্য কিংবা কোড লিখে Run করার জন্য কম্পিউটারে Vs Code অথবা intellij idea ব্যবহার করে থাকি। তো সেইম এই কাজটি যদি আমরা আমাদের হাতে থাকা ফোনের মাধ্যমে স্মুথলি করতে পারি তাহলে ব্যবহারটা কেমন হয়?
কোডিং প্রোগ্রামিং এমন একটি বিষয় যার সাথে আপনার সবসময় কানেক্টেড থাকতে হবে। যখন তখন যেকোনো সিচুয়েশনে একটু সুযোগ পেলেই কোড লিখা শুরু করে দিতে হবে এবং প্রচুর পরিমাণে প্রেক্টিস করতে হবে। যত বেশি প্রেক্টিস করবেন ততই সবার থেকে এগিয়ে থাকবেন এবং ভালো ফলাফল অর্জন করতে পাবেন। এই পুরো ব্যপারটা আপনার জন্য তখনই সহজলভ্য মনে হবে, যখন আপনার Flutter Development শেখার প্রতি সর্বোচ্চ আগ্রহ, ভালোবাসা ভালো লাগা কাজ করবে। আদৌও আপনার পক্ষে Flutter দিয়ে ভালো কিছু করা সম্ভব নয়।
এবার আসি কাজের কথায়!
মোবাইল দিয়ে Dart Programming প্রেক্টিস করার জন্য কিংবা কোড লিখে Run করার জন্য প্লেস্টোরে খুব বেশি Dart Compiler App নেই বললেই চলে। তো আমি প্লেস্টোর সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে বেশ কিছু এপ্স ডাউনলোড ইন্সটল করে গঘাটাঘাটি করে, একটি অসাধারণ এপ্সের সন্ধান পেয়েছি! যেটির নাম JDoolde 💪 -আমার কাছে এপ্সটির User interface খুবই ভালো লেগেছে এবং এর মধ্যে বেশ কিছু সুবিধাও রয়েছে।
এপ্সের সুবিধা সমূহঃ
(১) আপনি একটি কোড লিখে কোনো প্রকার ঝামেলা ছাড়াই নিচে প্লে বাটনে ক্লিক করে কোডটিকে Run করাতে পারবেন। ব্যপারটা খুবই মজার!
(২) কোনো একটি কোড লিখে Save in Device এ ক্লিক করে কোডটিকে ফোনে Save করে রেখে দিতে পারবেন। যা আপনি পরবর্তী সময়ে চাইলে মডিফাই করতে পারবেন।
(৩) আপনি চাইলে এপ্সের নিজস্ব Storage এর মধ্যেও লাইফ টাইমের জন্য Save করে রেখে দিতে পারবেন। সেজন্য আপনাকে JDoolde এপ্সটিতে জিমেইল পাসওয়ার্ড দিয়ে Sine-Up করে নিতে হবে। তারপর কোড লিখে Save করার ক্ষেত্রে Save in JDoolde. com এ ক্লিক করে Save করতে হবে।
জরুরি নোটিশঃ
মনে রাখতে হবে, এপ্সে প্রথম বার প্রবেশ করার পর ডিফল্ট ভাবে Java Language সেট করা থাকবে। আপনি যেহেতু Dart Programing নিয়ে কাজ করবেন, সেজন্য Setting থেকে Default Language Java এর পরিবর্তে Dart Language টি খুজে বের করে সিলেক্ট করে দিতে হবে। তারপর এপ্স থেকে বের হয়ে পূণরায় এপ্সে প্রবেশ করলেই উপরের ডান কোনে, কাঙ্খিত সেই Dart Language এর লোগোটি দেখতে পাবেন।
জি! এবার তাহলে শুরু করে দিন
আপনার Dart Programming Learning...🖋️
আপনার জন্য শুভকামনা! আপনার প্রোগ্রামিং লাইফ আরও বেশি সুন্দর হোক ও স্বাচ্ছন্দ্যময় হোক!
-আল্লাহ হাফেজ-
Post a Comment